আগস্ট ৭, ২০২০
১২:১৭ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জে ইসলামী যুব আন্দোলনের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

খবর ডেস্কঃ- বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলার শাখার উদ্দ্যোগে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় ক্বারী মিয়া নতুন বাজার মাদ্রাসার হল রুমে ইসলামী যুব আন্দোলন কোম্পানীগঞ্জ শাখার সভাপতি মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ আকবর হোসেন পরিচালনায় ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়।ইসলামীআন্দোলন

ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ হানিফ খন্দকার, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সভাপতি মুফতি মুহাম্মদ শিহাব উদ্দিন।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের সিলেট জেলার প্রচার সম্পাদক মুহাম্মদ নাইম, ইসলামী আন্দোলনের কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ এনএম মহিউদ্দিন আল মামুন, ওলামা মাশায়েখ সিলেট জেলা অন্যতম সদস্য ইসলামী আলোচক মাওলানা আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কোম্পানীগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কাওছার আহমদ,
দপ্তর সম্পাদক মুহাম্মদ রুবেল আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম সুমন,
প্রচার সম্পাদক মুহাম্মদ জামাল মোল্লা, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইমদাদুল হক, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম,
আইন বিষয়ক সম্পাদক মনির হোসেন, সংখ্যলঘু বিষয়ক সম্পাদক গোলজার আহমদ, উপ সম্পাদক মুহাম্মদ মোশারফ হোসেন, উপ সম্পাদক মুহাম্মদ আঃ গফুর, ১নং ইসলামপুর ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আলম আহমদ, ২নংপূর্ব ইসলাম পুর ইউনিয়নের সভাপতি মুহাম্মদ কাজল আহমদ,
শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন ও মুহাম্মদ সাঈদ আহমদ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ফখরুল ইসলাম আলমগীর।

ঈদ পূর্ণ মিলনী সভায় বক্তব্যরা বলেন, ঈদুল আযহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের ভবিষ্যৎ কর্নধার যুব সমাজ দেশ ও জাতীর যে কোন সংকটে ভূমিকা রাখতে হবে এবং দেশের স্থায়ী শান্তি ও মুক্তির জন্য যুব সমাজকে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিতে হবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *