আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও (ভাঙ্গার পার) থেকে ৮পিস ইয়াবাসহ সেলিম মিয়া (২৬) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার টুকেরগাঁও গ্রামের মৃত হবি মিয়ার ছেলে।
২৮ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৯টায় কোম্পানীগঞ্জ থানার এসআই মোস্তাক আহমদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। কোম্পানিগঞ্জ থেকে মাদক নির্মূল করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতার সেলিম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ৫টি মামলা রয়েছে।