সেপ্টেম্বর ২৩, ২০২০
৩:৫১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম ইউনিয়নের এলজিএসপি-৩ ও সকল উন্নয়নমূল কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ১নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড মেম্বার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ জামাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, হাজী আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার রেনু মিয়া, উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মশাহিদ আলী, কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী শিক্ষক সোহেল রানা, মাজেদুন আক্তার, শারমিন আক্তার, কোম্পানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফয়সাল হোসেন, আবু আল হেলাল, বিজয় সিংহ রিংকু, বিলাল মিয়া মেম্বার, রহিমা বেগম মহিলা মেম্বার, সোহেল আহমদ ইউডিসি উদ্যোক্তা, আমির হোসেন বাবুল ঠিকাদার, মিজানুর রহমান ঠিকাদার, ইমরান আহমদ ঠিকাদার, জসিম উদ্দীন সিএনজি ম্যানেজার, ফারুক আহমদ ফালু দফাদার, সিরাজুল ইসলাম অফিস সহকারী প্রমুখ। সভা পরিচালনা করেন ইউপি সচিব নাছির উদ্দীন।

প্রধান অতিথি বক্তব্যে শাহ্ মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, ইউনিয়নের সকল পরিবারের সন্তানদেরকে যথাসময়ে মক্তব ও স্কুলে পাঠাতে হবে, বাড়ীঘরের আশপাশ পরিষ্কার রাখতে হবে, মাদকমুক্ত সমাজ গড়তে সকল নাগরিকগণকে এগিয়ে আসতে হবে। এ ছাড়াও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সকলকে বৃক্ষরোপণের অনুরোধ জানান। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম যথানিয়মে সম্পাদনের জন্যও সকলকে আহ্বান জানান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *