নভেম্বর ২৯, ২০২০
৬:৩৫ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    আজকের খবরঃ সিলেটের কোম্পানীগঞ্জে “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ২৯ নভেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ও উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জের যৌথ আয়োজনে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ.এইচ.এম মাহফুজুর রহমান। এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য।

    সকাল ১০ টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান অতিথি এ.এইচ.এম মাহফুজুর রহমান। আরো বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম। কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, চুনাপাথর আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ৬ ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও উদ্দোক্তারা।

    কর্মশালায় প্রধান অতিথি প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি এসডিজি বাস্তবায়নের লক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। পরে কর্মশালায় উপস্থিত সরকারি দপ্তর সমূহের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ কোম্পানীগঞ্জের বিভিন্ন সমস্যা ও এর সমাধান গ্রুপের ভিত্তিতে উপস্থাপন করেন।

    শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *