জুলাই ২০, ২০২০
৪:১০ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ২শত পরিবারের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

আজকের খবর:  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২০ জন। এদের মাধ্যমে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ জন। করবোনাভাইরাস যাতে আর বৃদ্ধি না পায় সে জন্য উপজেলার ২ শত টি পরিবারের মাঝে বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় সুরক্ষা সামগ্রী হিসাবে সার্জিক্যাল মাস্ক, হাত ধোঁয়ার সাবান, ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

২০ জুলাই সোমবার উপজেলা হল রুমে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে সুরক্ষা সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামাল, উপজেলা শিক্ষা অফিসার জহিরুল হক, প্রকৌশল অফিসার আরিফুর রহমান, প্রাণীসম্পদ অফিসার ডা. আরিফল হক, মৎস অফিসার আব্দুল্লাহ আল ইমরান, পল্লী উন্নয়ন অফিসার ওয়াহিদ মুরাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী রতনলাল সাহা, ২নং ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, ৫নং ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, কাঁঠাল বাড়ি আলিম মাদ্রাসার সহ-সুপার শামসুজ্জামান প্রমুখ। সুরক্ষা সামগ্রী বিতরণ সভার সঞ্চালনা করেন পশ্চিম ইসলামপুর ইউপি সচিব মোঃ নাছির উদ্দিন ও উদ্যোক্তা সোহেল আহমদ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *