খবর ডেস্কঃঃ- করোনায় দরিদ্র মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন মানবাধিকার ফাউন্ডেশন ট্রাস্ট অব বাংলাদেশ এর সিলেট বিভাগীয় চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। গত বৃহস্পতিবার(৫ আগষ্ট ২০২১ খ্রীঃ) কোম্পানীগঞ্জ উপজেলায় পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে দিনাতিপাত করা ইকবাল হোসেনের পরিবারকে উনার নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করেন।
বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভুক্ত পরিবারে খবর প্রকাশের পর জানতে পেরে মানবাধিকার ফাউন্ডেশন ট্রাস্ট অব বাংলাদেশ এর সিলেট বিভাগীয় চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ইকবাল হোসেনের ছেলে মাহমুদুল হাসান নাহিমের মাধ্যমে উক্ত খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল এক বস্তা চাল, ডাল, আলু, পেঁয়াজ,লবন, তেল ইত্যাদি।
তিনি বলেন “নিজেকে প্রচারের উদ্দেশ্য নয় বরং মানবাধিকার বাস্তবায়ন ও অন্যান্যদের উৎসাহ প্রদানে আমার এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানো। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে আমার এমন কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, টুকের বাজারের কাজী ফার্মেসির কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কাজী মনিরুল ইসলাম, ব্যবসায়ী মুসা মিয়া, ইসলামপুর আল-আমীন যুব কল্যাণ সংঘ এর সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্রমুখ।