খবর ডেক্সঃ- সিলেটে পুলিশী নির্যাতনে রায়হান উদ্দিনের মৃত্যু, দেশব্যাপী ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জে খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। শুক্রবার বিকেলে থানাবাজার পয়েন্টে সংগঠনের সভাপতি মাওলানা মাসুম আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা কমিটির প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল হাদী।
বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা ওলিউর রহমান, মাওলানা ফারুক আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, জামিয়া রাহমানিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা হাসান আল হেলাল, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উত্তর রনিখাই ইউনিয়নের সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল খালিক, তেলিখাল মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহজাহান আহমদ ও ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনসহ সব অপরাধমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি কমিয়ে আনতে হবে এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।
অক্টোবর ১৬, ২০২০
৭:২০ অপরাহ্ণ