সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের গণটিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (৭আগষ্ট) সকাল ৯টা থেকে উপজেলার ৬ ইউনিয়নে শুরু হয় এই ক্যাম্পেইন। আপাতত ৭ তারিখ টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে পরবর্তীতে এটি নিয়মিত করা হবে বলে জানা গেছে।
ইসলামপুর পশ্চিম ইউনিয়নের গণটিকা ক্যাম্পেইন শহীদ স্মৃতি টুকের বাজার হাইস্কুলে সকাল ৯ টায় উদ্বোধন করা হয়।
এদিন ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ২৫ উর্ধ্ব জনগোষ্ঠীকে এই টিকা দেওয়া হয়েছে। ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, ডাক্তার আরিফুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল হক প্রমুখ।
এ ছাড়াও ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রণিখাই ও দক্ষিণ রণিখাই ইউনিয়নে শুরু হয়েছে এই টিকাদান কার্যক্রম।
এসময় ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, গ্রাম-মহল্লায় কোভিড-১৯ এর টিকা প্রদান করায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। টিকাদান কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলারও অনুরোধ করেন।