ডিসেম্বর ২১, ২০২০
১০:৫৫ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে গবাদিপশু কৃমি মুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ক্ষুদ্র ও মাজারি খামারিদের মধ্যে গবাদিপশু কৃমি মুক্তকরণ ঔষধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২১ ডিসেম্বর উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাঠে ৫০ জন খামারিদের মাঝে গবাদিপশু কৃমি মুক্তকরণ ঔষধ বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কাজী আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ স¤প্রসারণ অফিসার ডাঃ নাবিদ হাসনাইন।

সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম উপজেলার ৬টি ইউনিয়নে ৪জন লাইভস্টক সার্ভিস প্রভাইডার এর মাধ্যমে খামারিদের বাড়ি বাড়ি গিয়ে ফ্রি-তে কৃমি মুক্তকরণ ঔষধ বিতরণ করবেন। এর আগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনার জন্য অডিকে অ্যাপস এর মাধ্যমে তাদের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *