আজকের খবরঃ সিলেট রেঞ্জের গোয়াইনঘাট সার্কেল এএসপি নজরুল ইসলাম এর বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।
সোমবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মরত সময়ের বিভিন্ন পদক্ষেপ ও প্রশাসনিক দক্ষতার বিষয় তুলে ধরেন আমন্ত্রিত অতিথি ও প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে এএসপি নজরুল ইসলামকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাব্বির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, সহ সভাপতি মঈন উদ্দিন মিলন, যুবনেতা শাহাব উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আলী হোসেন, পাঠাগার সম্পাদক আকবর রেদওয়ান মনা, অফিস সম্পাদক আনোয়ার সুমন, কার্যকরি সদস্য ফখর উদ্দিন, সদস্য শিব্বির আহমদ ও ফারুক আহমদ প্রমুখ।