স্টাফ রিপোর্টার- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে চিপ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ধলাই ব্রীজের দক্ষিণ পূর্ব পাশে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের নেতৃত্বে পুলিশ-বিজিবির সমন্বয়ে চলা অভিযানে ব্যবহৃত ১০ টা শ্যালো মেশিন, ৫ টা নৌকা, ১৭ টি ট্রাক্টর ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, অবৈধভাবে যে কোন কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।