সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের বতুমারা (নোয়াগাঁও) এলাকা থেকে ৯২ বোতল ফেনসিডিলসহ আইন উদ্দিন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিলেট ডিবি পুলিশ (উত্তর)। সে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা (নোয়াগাঁও) গ্রামের আবুল বারী ওরফে আব্দুল বারী’র পুত্র।
জানা যায়, শনিবার (১৩ মে) ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর উপ-পরিদর্শক ইয়াকুব হোসেন ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে একদল পুলিশ। এসময় গ্রেফতার হওয়া আইন উদ্দিনের ঘর তল্লাশি করে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়
জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।