আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নে দু’পক্ষের মারামারিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম আব্দুর রফিক (৬০)। তিনি ইছাকলস ইউনিয়নের নিজগাঁও পুর্বপাড়া গ্রামের মৃত নসর উদ্দিনের ছেলে।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার ৭ আগষ্ট বিকাল ৫ টায় মারবেল খেলাকে কেন্দ্র করে দুই বাচ্চার মধ্যে মারামারি হয়। পরে এই দুই বাচ্চাদের পক্ষ নিয়ে তাদের মারামারি বড়দের মধ্যে ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের আঘাতে আহত হন আব্দুর রফিক। আহত আব্দুর রফিককে তাৎক্ষণিক ভাবে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহটি ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পোস্টমর্টেমের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল বলেন, তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।