আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নৌপথে চাঁদাবাজি কালে ৭ চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে শিলাকুঁড়ি সংলগ্ন নদীপথে বালুবাহী নৌকায় চাঁদাবাজির সময় এই ৭ চাঁদাবাজকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তারা হলো, কোম্পানীগঞ্জের গৌখালের পাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে বিল্লাল (৩০), আজর আলীর ছেলে দুদু মিয়া (৪০), হাছন আলীর ছেলে চেরাগ আলী (৩৫), তাহের আলীর ছেলে আব্দুল হালিম (৩২), আব্দুস সোবহানের ছেলে তাজ উদ্দিন (৩০), রাশিদ আলীর ছেলে কামাল (৩৬), মজর আলীর ছেলে জৈন উদ্দিন (৩২)।ক
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ১৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় কোম্পানীগঞ্জ থানার এসআই অভিজিৎ দাস ও এসআই নবী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকুঁড়ি সংলগ্ন নদীপথে অভিযান চালিয়ে বালুবাহী বাল্কহেড (ষ্টীল বডি নৌকা) থেকে চাঁদাবাজি করা অবস্থায় ৭ চাঁদাবাজকে আটক করে। আটককৃতদের কাছ থেকে দেশিয় অস্ত্র, ১টি ইঞ্জিনবাহী নৌকা ও আদায়কৃত চাঁদার ২,৮০০ টাকা জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।