নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৩, ২০২৩
৭:৩০ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) উপজেলার টুকেরগাঁও গ্রামের আবুল কালাম এর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, পশ্চিম টুকেরগাঁও গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ শাহ আলম (১৯), মৃত মোঃ হবি মিয়ার ছেলে মোঃ রাহিম (২৮), গিয়াস মিয়ার ছেলে আব্দুল গনি (২৮), পূর্ব টুকেরগাঁও গ্রামের মৃত আমির হোসেনের ছেলে জাহিদুল (২৫), নবীগঞ্জ থানার সদরঘাটের মোঃ হারুনুর রশিদের ছেলে মিজানুর রহমান (৩৮)।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কর্তৃক বিশেষ অভিযানে এসআই (নিঃ) মোঃ আসাদুল ইসলাম, এসআই (নিঃ) সুরঞ্জিত তালুকদার সঙ্গীয় ফোর্সসহ আসামী আবুল কালাম এর পশ্চিম দোয়ারী বসতঘরের ভিতর থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১ বান্ডিল তাস, নগদ ১৯৯০ টাকা, ১টি প্লাষ্টিকের তৈরি ত্রিপলসহ তাদেরকে আটক করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ যে কোন অপরাধের বিরুদ্ধে তৎপর রয়েছে। মাদক, জুয়া, চোরাচালান, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে। আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *