আজকের খবরঃ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি দিনব্যাপী সফরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও ভিত্তি প্রস্থরের ফলক উন্মোচন করেন।
সোমবার সকাল ৯টায় ইমরান আহমদ কারিগরি কলেজের উন্নয়ন কার্যক্রম ও বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক পরিদর্শন করেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে কলাবাড়ি উচ্চ বিদ্যালয়, কাঁঠাল বাড়ি চৌমুহনী বাজার ফাজিল মাদ্রাসা, পাড়ুয়া নোয়াগাঁও দাখিল মাদ্রাসা, পূণ্যছগাম উচ্চ বিদ্যালয়, ছনবাড়ী উচ্চ বিদ্যালয়, হুমায়ুন রশিদ চৌধুরীর উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তি প্রস্থরের ফলক উন্মোচন করেন। এর আগে মন্ত্রী দক্ষিণ রণিখাই ইউনিয়ন-ইছাকলস ইউনিয়ন পর্যন্ত রাস্তা উন্নয়ন কার্যক্রম ও আরএইচডি-পূর্ব বর্ণি-ডাকাতির বাড়ি-ঘোপড়া খাল-পুটামারা সড়ক পুনর্বাসন কার্যক্রমের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলার প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আব্দুল বাছিরকে দেখতে তার বাড়িতে যান।
দিনব্যাপী মন্ত্রীর এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, সিলেট জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল মিয়া, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ থানা ওসি কে.এম. নজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অকিল বিশ্বাস, ইয়াকুব আলী, যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, যুবলীগ নেতা জুয়েল আহমদ, ইছাকলস ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য মোঃ আমিরুল হক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সহ সভাপতি রূপক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক তুহিন বখত, ইছাকলস ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমদ, সহ সভাপতি আবু তাহের মিছবাহ প্রমুখ।