সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি নং এস-১২০৬৮) এর পুর্নাঙ্গ কমিটি গঠিত করা হয়েছে। রমজান আলীকে সভাপতি ও সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারী কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে রমজান আলীর সভাপতিত্বে এবং সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় রমজান আলীকে সভাপতি, সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক ও আজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি বরকত উল্লাহ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক কবির হোসেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক রানু বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ সফর আলী, অর্থ সম্পাদক মোঃ সুহেল আহমদ প্রমুখ।