খবর ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২১
১২:১৬ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে প্রেরণা শিক্ষা কল্যাণ পরিষদের উদ্যোগে মাদ্রাসায় বই বিতরণ

কোম্পানীগঞ্জে প্রেরণা শিক্ষা কল্যাণ পরিষদের উদ্যোগে মাদ্রাসায় বই বিতরণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের মাঝের গাঁও ও বরম সিদ্ধিপুর এলাকার তরুণদের নিয়ে গঠিত প্রেরণা শিক্ষা কল্যাণ পরিষদ। মুলত এলাকার অসহায় হত দরিদ্র গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার জন্য এই সংগঠনের আত্মপ্রকাশ।

শনিবার বিকেল ৩ টায় মিছবাহুল উলুম মায়ার বাজার মাদ্রাসার গরীব শিক্ষার্থীদের হাতে প্রায় চল্লিশ হাজার টাকার বই বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ইয়ামিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাঝের গাঁও জামে মসজিদের ইমাম হাফিজ ইব্রাহিম। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া নয়াসড়ক মাদ্রাসার শায়খুল হাদীস ও মিছবাহুল উলুম মায়ার বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রনিখাই হুমায়ুন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাষ্টার ফয়জুর রহমান, বিশিষ্ট মুরব্বি আলী আহমদ, গিয়াস উদ্দিন, তেরা মিয়া, মিছবাহুল উলুম মায়ার বাজার মাদ্রাসার নায়িবে মুহতামিম মাওলানা ইসকন্দর আলী, শিক্ষা সচিব মাওলানা আব্দুল্লাহ, শিক্ষক মাওলানা ইমরান চৌধুরী প্রমুখ ব্যক্তিবর্গ।

এসময় বিশেষ অতিথির আসন গ্রহণ করেন মুরব্বি শাহাবুদ্দিন, ইউনুছ আলী, নাজমুল হক হেলাল, হাবিবুর রহমান বত প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের ভুয়সী প্রশংসা করেন এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *