আত্মকর্মসংস্থান ও দক্ষ ফটোগ্রাফার তৈরির লক্ষ্যে কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের ‘দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক ২দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ও বুধবার কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা অডিটোরিয়াম ও প্যাটিকেল মাঠ সাদাপাথরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২দিনব্যাপী এ কর্মশালায় ৪৪ জন ফটোগ্রাফার অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দি ডেইলী স্টার পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক শেখ নাসির উদ্দিন এবং দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক আনিস মাহমুদ।
কর্মশালা শেষে ফটোগ্রাফারদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শামীম আহমদ।
কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফ আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদের যৌথ পরিচালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, সিলেটের ডাক’র প্রতিনিধি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবেসাধারণ সম্পাদক আবিদুর রহমান, ইসলাম উদ্দিন ডাক্তার । উপস্থিত ছিলেন ফটোগ্রাফি সোসাইটির সিনিয়র সহ সভাপতি আনোয়ার সুমন, সহ সভাপতি ফারুক আহমদ, কোষাধ্যক্ষ আলমগীর, সদস্য আব্দুল্লাহ, আতিক হাসান রবি, হারুন, রায়হান, মেহরাব, নজরুল, সুমন ভূঁইয়া, নূর আলম, কয়েছ আহমদ, ইকবাল তারেক ও জহিরুল প্রমুখ।