নভেম্বর ১৫, ২০২০
১:১৭ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল

খবর ডেস্কঃ-  ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার মুক্তির অগ্রদূত হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ধৃষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৩ নভেম্বর শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে ‘ নয়াগাঙ্গের পাড় দারুস সুন্নাহ ছাত্র কল্যাণ পরিষদ ডাকে সাড়া দিয়ে কোম্পানীগঞ্জ আল-ইহসান ছাত্র পরিষদ, দারুল আক্বরাম হাফিয়া মাদ্রাসা, টুকের বাজার জামে মসজিদ ও টুকের গাওঁ মসজিদের মুসল্লিয়ানে কেরাম ও আশপাশ মসজিদে জুম্মার নামায আদায় করে ধর্মপ্রাণ নবীপ্রেমি তাওহীদি জনতারা বাজারের ভেতরে মিছিল বহর নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে টুকের বাজার সিএনজি স্ট্যান্ডে এসে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য প্রদান করেন, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা আনোয়ার হুসাইন,
মাওলানা রশিদুর রহমান হাবিবী, মাওলানা হুসাইন আহমদ, ইমরান হুসাইন সেলিম,
যুব নেতা মাহদি হাসান ডালিম, ইমরান আহমদ, শফিকুল ইসলাম, ফারুক আহমদ, লিটন আহমদ, দারুসসুন্নাহ ছাত্র কল্যাণ পরিষদ (নয়া গাঙ্গেরপার) এর পক্ষ থেকে প্রতিবাদী বক্তব্য প্রদান করেন, অত্র সংঘঠনের সাধারণ সম্পাদক মাওলানা শামছুল ইসলাম ও উপস্থিত ছিলেন সংঘটনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ফারুক আহমদ প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ আল-ইহসান ছাত্র পরিষদের সহ-সভাপতি আলিফ শরীফ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাঃআশরাফ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন, অর্থ সম্পাদক ফারুক এ আজম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সদস্য
লিটন মাহমুদ, ইমরান হোসাইন সেলিম।

সমাবেশ পরিচালনা করেন মাওলানা শামছুল ইসলাম।

সবার বক্তব্যের সারমর্ম হলো নবীজির ব্যাঙ্গচিত্র প্রদর্শনে সমর্থনকারী ম্যাক্রোর বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য ও কূটনৈতিক সম্পর্ককে বয়কট করতে হবে এবং আরো ও বলা হয় পৃথিবীর সূচনালগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত কোন জাতী-গোষ্ঠী,নাস্তিক-মুর্তাদরা নবি সাঃ কে নিয়ে হঠকারীতা ও অবমাননা করে পার পায়নি বরং উম্মাহের একটি দল তাদের দাঁতভাঙা জবাব দিতে সক্ষম হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ

সমাবেশের সমাপ্তি হয় হযরত মাওলানা আখতার হুসাইন সাহেবের মোনাজাতের মাধ্যমে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *