সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের শিবপুর গ্রামে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মাছ ধরতে গিয়ে এই বজ্রপাতের শিকার হোন শিবপুর গ্রামের মৃত রতন বিশ্বাসের ছেলে ফণিন্দ্র বিশ্বাস (৩০) ও মৃত গুরু চরণ বিশ্বাসের ছেলে নিরঞ্জন বিশ্বাস(২৫)।
ইউপি সদস্য রিপন সরকার জানান, হাওরে মাছ ধরতে গিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বজ্রপাতের কবলে পড়ে তারা। পরে রাত ১টায় হাওরে থাকা স্থানীয় লোকজন ফণিন্দ্র বিশ্বাস ও নিরঞ্জন বিশ্বাসকে নৌকার উপর মৃত দেখতে পেয়ে তাদের আত্মীয়দের খবর দেন। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মৃতদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার মৃতদের সৎকার সম্পন্ন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে.এম নজরুল জানান, বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মালা দায়ের করা হয়েছে।