আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রাজনগর গ্রামের মরহুম মতিউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ১৪ ও ১৫ জুলাই উপজেলার দক্ষিণ রাজনগর, মধ্য রাজনগর, দক্ষিণ রাজনগর খাশ বস্তি, শিমুলতলা নোয়াগাঁও, ডিস্টি বাড়ি, চামার কান্দি, শান্তি নগর ফেদারগাঁওসহ বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামীম আযাদ।
মরহুম মতিউর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ শামীম আযাদ বলেন, মানুষ মানুষের জন্যে, তাই আমাদের একে অন্যের বিপদে এগিয়ে আসতে হবে। তিনি সমাজের বৃত্তবানদের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জুলাই ১৯, ২০২০
১১:২৬ পূর্বাহ্ণ