সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ভার্গো টোব্যাকো লিঃ।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার টুকের বাজারে বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
ভার্গো টোব্যাকো লিঃ এর সিলেটের কর্মকর্তা ও কর্মচারীদের বাস্তবায়নে এই ত্রাণ বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্গো টোব্যাকো লিঃ এর সিও এহসানুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইয়াকুব আলী, ডিএসএম মোঃ নজরুল ইসলাম, আরএম মোঃ রাশেদুল ইসলাম, ৩নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান ডালিম, বিশিষ্ট মুরব্বী আবদুল আজিজ, টুকের গাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ভার্গো টোব্যাকো লিঃ এর কোম্পানীগঞ্জ জুনের টিএসএস সুহেল রানা প্রমুখ।