সিলেটের কোম্পানীগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্রগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের (সাবেক) আহবায়ক, বর্তমান আওয়ামীলীগ নেতা মহি উদ্দিন বাচ্চু।
২৬ জুন কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ১২’শ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, বিস্কুট, মুড়ি, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
সিলেট জেলা পুলিশের সহযোগিতায় ও কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তীর তত্ত্বাবধানে দিনভর নৌকাযোগে চলে এই ত্রাণ সামগ্রী বিতরণ। মহি উদ্দিন বাচ্চুর সঙ্গে ত্রাণ বিতরণে অংশ নেয় চট্রগ্রাম মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা ও সাংবাদিক ফখর উদ্দিন।
মহি উদ্দিন বাচ্চুল জানান, দেশব্যাপী সম্মিলিতভাবে বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরাও চেষ্টা করেছি। আজ ত্রান বিতরণে সর্বোত্তম সহযোগিতা করেছেন সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দীন ও ওসি সুকান্ত চক্রবর্তী সাহেব। তাদের আমি ধন্যবাদ জানাই।