নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২২
৯:৫৮ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে বানবাসী মানুষের আর্তনাদ

কোম্পানীগঞ্জে বানবাসী মানুষের আর্তনাদ

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় শতভাগ এলাকা। বন্যার পানি এতটাই বৃদ্ধি পেয়েছে যা কোম্পানীগঞ্জের অতীত রেকর্ড ভঙ্গ করেছে। বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানা গেছে নৌকার অভাবে মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে পাছে না। উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে না পারায় কোন ধরনের সহযোগিতা পাচ্ছেন না মানুষ। সকাল থেকে ইউএনও’র ব্যবহৃত সরকারি মোটো ফোন বন্ধ রয়েছে।

অনেক মানুষ বিভিন্ন এলাকায় আটে পড়ার খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে ঢালারপাড় স্কুলের সামনের একটি বাড়ির ছাঁদের উপর ২০-২৫ জন মানুষ আটকে থাকার খবর পাওয়া গেছে। তারা বৃহস্পতিবার রাত থেকে সেখানে আটকে আছে।

এদিকে বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে শুক্রবার দুপুরের পর সেনাবাহিনী মাঠে নেমেছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অনাহারে রয়েছে বানবাসী মানুষ। অনেকেই ২-৩ দিন থেকে না খেয়ে থাকার কথা বলছেন।

এদিকে আশ্রয় কেন্দ্রে মানুষের সংকলন হচ্ছে না। উপজেলার উঁচু বিল্ডিং গুলোতে ব্যাক্তি উদ্যোগে চালু করা হয়েছে আশ্রয় কেন্দ্র। সরকারি ভাবে আশ্রয় কেন্দ্র গুলোতে পর্যাপ্ত খাবার না পাওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদয়ালয় এন্ড কলেজ ও স্কুল গুলো আশ্রয় কেন্দ্র হিসেবে চালু করা হয়েছে। এ ছাড়াও দয়ার বাজার, পাড়ুয়া সাকেরা এলাকায়ও ব্যক্তি উদ্যোগে চালু হয়েছে আশ্রয় কেন্দ্র। এলাকাবাসীর পক্ষ থেকে এগুলোতে খাবার যোগান দিচ্ছেন। তারা সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বৃদ্ধি করার আহবান জানান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *