কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন আলী আকবর।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে শওকত আলী বাবুল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার (ফরহাদ) ও সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশা নির্বাচিত হন।
বিএনপি নেতা আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুর, শামীম আহমদ, উপজেলা বিএনপি নেতা এডভোকেট কামাল হোসাইন।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত কাউন্সিলে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক আব্দুল মালেক , বিএনপি নেতা কুহিনূর আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম ও সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম প্রমূখ।