আজকের খবরঃ অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা দ্বারা বিদ্যুতের অপব্যবহার করায় এক গ্রাহকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে পল্লী বিদ্যুৎ কোম্পানীগঞ্জ অফিস। বিদ্যুতের সাহায্যে অবৈধভাবে ব্যাটারী চালিত অটোরিকশা চার্জ করার কারণে ১৮ জানুয়ারি পূর্ব নারাইনপুর গ্রামের মৃত ইসরাব আলীর ছেলে আজির মিয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার মিটারটি জব্দ করে বিদ্যুৎ অফিস।
এর আগে ১৭ জানুয়ারি কয়েকটি অনলাইন পত্রিকায় বিদ্যুতের অপব্যবহার করে ব্যাটারী চালিত অটোরিকশা চার্জ করা হচ্ছে এমন নিউজ প্রকাশিত হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার সিরাজুল ইসলাম বলেন, আবাসিক মিটার ব্যবহার করে অবৈধ অটোরিকশা চার্জ দেওয়ার কারণে একজন গ্রাহকের মিটার সংযোগ বিচ্ছিন্ন করে তার মিটার জব্দ করা হয়েছে।