খবর ডেস্কঃ – সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার গৌখালেরপাড় গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র রহমান আলী (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী হয়ে কাটাখাল ব্রিজের দিকে ভারতীয় নাসির বিড়ি পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই মুস্তাক আহমদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
রবিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলার তেলিখাল ইউনিয়নের কাটাখাল ব্রিজের নিচ থেকে ২ লক্ষ ৫০ হাজার পিস ভারতীয় নাসির বিড়িসহ রহমান আলীকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, ‘অবৈধ চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের নিয়মিতই অভিযান পরিচালিত হচ্ছে। সব ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সর্বদাই সোচ্চার রয়েছে’।