“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদযাপন হচ্ছে। সোমবার (২২ মে) সকালে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে এই ভূমিসেবা সপ্তাহের কার্যক্রম।
কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে ভূমি অফিসে সেবা প্রদানের জন্য ২টি স্টল করা হয়েছে। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের এই দু’টি স্টলে ভূমি সংক্রান্ত সেবা সমূহ প্রদান করা হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভূমি উন্নয়ন কর ও নামজারি সংক্রান্ত সেবা গ্রহীতারা আসতে দেখা যায়।
ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন, উপজেলা স্কাউট সম্পাদক আমিনুর রহমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।