১৫ বছর ইমামতির পর সংবর্ধনা দিয়ে বিদায় দেয়া হয়েছে একজন ইমামকে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নের কালিবাড়ি রহমত নগর গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াহিদ চৌধুরীকে এই। বিদায়ী সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। সোমবার (১৭-অক্টোবর) সকালে মসজিদে তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ১৫ বছর ধরে এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন মাওলানা আব্দুল ওয়াহিদ চৌধুরী। মহল্লার সকল মানুষের সাথে ছিল তার ভালো সম্পর্ক। আচার ব্যাবহার ছিল মার্জনিয়।
মসজিদের কোষাধ্যক্ষ আলা উদ্দিন বলেন, ইমাম হিসেবে খুবই বিচক্ষণ ছিলেন তিনি। তার আচার ব্যাবহার ছিল খুবই সুন্দর। আমরা এই হুজুরকে পেয়ে ধন্য হয়েছিলাম। হুজুরের বাড়িতে বিশেষ অসুবিধার কারণে বিদায় দিতে হচ্ছে। বিদায় কালে মহল্লার পক্ষ থেকে ইমাম মাওলানা আব্দুল ওয়াহিদ চৌধুরীকে ক্র্যাষ্ট ও নগদ চল্লিশ হাজার টাকা প্রদান করেন।
কলাবাড়ি মাদ্রাসার মুহতামি মুফতী আব্দুল মুছাব্বির এর সভাপতিত্বে ও কাজী আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ইলিয়াছুর রহমান, কলাবাড়ি মাদ্রাসার শিক্ষক হাফিজ ফজল উদ্দিন, মহল্লার কোষাধ্যক্ষ আলা উদ্দিন, আব্দুল আজিজ, তাজ উদ্দিন, নুর ইসলাম ও কালাইরাগ গ্রামের আমির উদ্দিন সহ গ্রামের ছোট বড় অনেকই।