খবর ডেস্ক: মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ার নিমিত্তে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের জালিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ড মেম্বার আজির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল।
প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, মাদক, নারী নির্যাতন, ইভটিজিং সন্ত্রাস এর বিরুদ্ধে সর্বদা পুলিশ সোচ্চার রয়েছে। আপনারা যে কোন অপরাধের তথ্য আমাদেরকে দিবেন আমরা তাৎক্ষণিক প্রদক্ষেপ নিব। কোম্পানীগঞ্জ থানা পুলিশ সব সময় আপনাদের পাশে রয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা সর্বদা তৎপর। মাদক, নারী নির্যাতন, ইভটিজিং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রয়েছি।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার এসআই মুস্তাক আহমদ, এসআই মনজুরুল ইসলাম, বাবুল মিয়া প্রমুখ।