আগস্ট ২, ২০২০
১১:২৬ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে মারামারির ঘটনায় ৪জন আহত, থানায় মামলা

খবর ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গত মঙ্গলবার ২৮ জুলাই দুপুরে উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের বিজয়পাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসাধীন সফিক পাটোয়ারী(৫৫)জানান, প্রতিবেশী ও আপন ভাই দুলাল মিয়ার সঙ্গে র্দীঘদিন ধরে পারিবারিক জমি-জমা নিয়ে প্রায়ই বিরোধ চলে আসছে। আমাদের বাবা আগেই পারিবারিক সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিয়ে গেছেন এবং আমার ছোট ভাই দুলাল মিয়াকে আলাদা ভাবে বাড়ির জমি দিয়ে গেছেন। সবকিছু শেষ করে সে এখন আমার বাড়ির দিকে নজর দিয়েছে। তাঁর লোকজন দিয়ে আমি আমার স্ত্রী সন্তানদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর জখম ও আহত করে।

এ ঘটনায় আহতরা হলেন, সফিক পাটোয়ারী(৬৫), রেখা পাটোয়ারী(৪৮), রিয়াজ উদ্দিন (১৭) ও খালেদা আক্তার (১৮)। এদের মধ্যে কলেজ ছাত্র রিয়াজ উদ্দিনের অবস্হা গুরুতর। তাঁর দুটি হাত ভেঙে গেছে।

এদিকে ঘটনার দিন সন্ধায় সফিক পাটোয়ারীর ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে ৮ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, এসআই নবী হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *