আগস্ট ৪, ২০২০
৭:২২ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে মাস্ক না পরার দায়ে জরিমানা

আজকের খবর:- করোনাভাইরাস মহামারীর মধ্যেও ঈদের অবকাশ কাটাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথরে ভীড় করছেন পর্যটকেরা। যেখানে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজারেরও উপরে পর্যটকেরা আসেন। কিন্তু, তাদের মধ্যে নেই কোনো স্বাস্থ্য-সচেতনতা।

মঙ্গলবার (৪আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। ভোলাগঞ্জ ১০ নম্বর নামক স্থানে মাস্ক না পরার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫টি মামলায় ৭৪০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও প্রত্যেককে মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকিং করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস বলেন, ‘করোনা মহামারী থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্য-সচেতনতা মেনে চলতে হবে। মানুষকে সচেতন করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে’।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *