আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জে মা ও মেয়ে একসাথে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেছেন।
২৪ অক্টোবর শনিবার উপজেলার লামাডিস্কী বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দুপুর ২টায় মছদ্দর আলীর স্ত্রী হোসনেয়ারা বেহম বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেন। এ সময় একই বোতলের বিষ থেকে মেয়ে পারভিন বেগমও (১৭) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হলে বিকাল ৫টায় মা হোসনেয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হোসনেয়ারা বেগম উত্তর রাণীখাই ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার ছিলেন। পরদিন ২৫ অক্টোবর হোসনেয়ারা বেগমের পোস্টমর্টেম শেষে গ্রামে দাফন করা হয়। এবং মেয়ে পারভীন বেগম ওসমানী মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হোন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান জানান, আমরা খবর পেয়ে ২৬ অক্টোবর ঘটনাস্থলে গিয়েছিলাম। গত ২৪ অক্টোবর মা ও মেয়ে বিষপান করে। তবে কেন তারা বিষপান করেছে তা কেউ বলতে পারতেছে না। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত কোন অভিযোগ দেয় নাই। লিখিত অভিযোগ পেলে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।