ফেব্রুয়ারি ১, ২০২১
৫:০৯ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আজকের খবরঃ কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁন মিয়া (চান্দই) উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। রাষ্ট্রীয় মর্যাদা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালবাসায় এই বীর মুক্তিযোদ্ধাকে দাফনের মাধ্যমে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।

জানাজার পূর্বে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। এরপর বাদ যোহর স্থানীয় পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ৩ মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *