সিলেটের কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। উদ্ধারকৃত ৪৭ বোতল ফেন্সিডিলের বাজার মূল্য ৪৭ হাজার টাকার।
রোববার রাত সোয়া ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলমের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানাধীন ইসলামপুর গ্রামের সামনে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। এসময় ১টি টিভিএস মোটর সাইকেল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত আলাতম কোম্পানীগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করে র্যাব।