আজকের খবরঃ- ভারত থেকে পিঁয়াজ আমদানি বন্ধ হওয়ার পর থেকে বাজারের অসাধু ব্যবসায়ীরা পিঁয়াজের মূল্য বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করে তুলেছে। কোম্পানীগঞ্জেও একই অবস্থা বিরাজমান। বাজারের দ্রব্যমূল্যের উর্ধগতি রুখতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুপমা দাসের নেতৃত্বে উপজেলার থানা বাজার, টুকের বাজার, ভোলাগঞ্জ বাজার এবং পাড়ুয়া বাজারে, বাজার মনিটরিং এ পেঁয়াজের মূল্য বেশি রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করার কারনে বিভিন্ন ব্যক্তিকে ৪৩ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস বলেন, ”কোম্পানীগঞ্জের যেকোনো দোকানে অতিরিক্ত মূল্য পেঁয়াজ বা অন্য কোনো পণ্য বিক্রি করলে আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। জনস্বার্থে আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে’।