আজকের খবর: সিলেটর কোম্পানীগঞ্জ উপজেলায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার বতুমারা গ্রামের মৃত সোনাপর আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫)।
মঙ্গলবার ২১ জুলাই বিকেলে র্যাব এর সহযোগীতায় এসআই শামসুল আরেফিনসহ সঙ্গীয় ফোর্স তাকে সিলেট থেকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহাব উদ্দিন দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ আরো তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এবং হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সে।