খবর ডেক্সঃ- সিলেটের কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে কোম্পানীগঞ্জ থানার নভাগি গ্রাম থেকে জমির আলী (৪৫) নামে একজন গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ৪৬৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর অধিনায়ক লে.কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
গ্রেপ্তারকৃত জমির আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন বলেন, জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদক আইনে এসআই খালিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।