লকডাউন অমান্য করে যাত্রী পরিবহন করায় ২ টি বাসকে মামলা দিয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাফিক টিম। লকডাউন অমান্য করে গাড়ি চালানো, যাত্রী পরিবহন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন দ্বারায় ৩ টি করে মামলা দেওয়া হয়েছে।
শনিবার (৭ আগষ্ট) রাতে কোম্পানীগঞ্জের টুকের বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এম.আর পরিবহন ও এন.পি পরিবহনের ২ টি বাস বর্ণি এলাকায় আটক করে ট্রাফিক টিম। এসময় গাড়ি তল্লাশি করে দেখা যায় লকডাউন অমান্য করে যাত্রী পরিবহন করছে বাসটি। সেই সাথে ড্রাইভারসহ যাত্রীরা স্বাস্থ্যবিধি অমান্য করে গাদাগাদি করে বসে আছেন। এ ছাড়াও বাসের ভাড়া ৬০ গুন অতিরিক্ত নিয়ে পরিবহন করছে যাত্রী।
কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাফিক সার্জেন্ট সঞ্জয় দাস বলেন, রাতের আঁধারে যখন রাস্তায় পুলিশ কম থাকে তখন তারা এই গাড়িগুলো নিয়ে যায়। এমন সংবাদের প্রেক্ষিতে থানার ওসি স্যারের সহযোগিতায় আমরা শনিবার রাতে টহল জোরদার করি। রাত ১০-১১টা এসময়ের মধ্যে গাড়ি দু’টি আটক করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করে যাত্রী পরিবহন করায় গাড়ির কাগজপত্র জব্দ করে মামলা দেওয়া হয়েছে।