সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন কার্যকর করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের নেতৃত্বে অভিযানে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, বিজিবির ও পুলিশের ফোর্স।
অভিযানে ৭ টি মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৬ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য বলেন, লকডাউনে দোকান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় আজকে জরিমানা করা হয়েছে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাই নিজে থেকে সবাই সচেতন না হলে করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাস করা সম্ভব নয়।