কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ- কোম্পানীগঞ্জের ধলাই নদীর তীরে সরকারি জায়গা থেকে রাতের আধারে বালু উত্তোলন করার দায়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার বাংকার এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে কলাবাড়ি গ্রামের জালাল মিয়া ও রফিক মিয়াকে নৌকা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শুক্রবার তাদেরকে যথারীতি মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা নং ১১।
গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন, ‘লিজ বহির্ভূত সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এই দু’জনকে গ্রেফতার করা হয়। লিজ বহির্ভূত কোনো জায়গা থেকে কেউ যদি বালু কিংবা পাথর উত্তোলন করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।