নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২১
৩:০৩ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে শনিবার থেকে গণটিকা: নিতে পারবে যারা

কোম্পানীগঞ্জে শনিবার থেকে গণটিকা: নিতে পারবে যারা

সারাদেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জেও শনিবার (৭ আগষ্ট) শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। কোম্পানীগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের ৬ টি স্থানে বুথ বসিয়ে গণটিকা কার্যক্রম চলবে। চীনের তৈরী সিনোফার্মের ভিরোসেল ভ্যাকসিন দেওয়া হবে এসব বুথে।

প্রথম ধাপে শুধু মাত্র শনিবার (৭ আগষ্ট) এই গণটিকা কার্যক্রম চলবে। পরবর্তীতে কখন আবার এই কায়র্যক্রম শুরু হবে তা জানিয়ে দেওয়া হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে।

কারা নিতে পারবেন/পারবেন না এই টিকাঃ
১. ২৫ বছর বা তদুর্ধ্ব জনগোষ্ঠীকে দেওয়া হবে এই টিকা।

২. গর্ভবতী ও স্তন্যদানকারী নারীকে এই টিকা দেওয়া হবে না।

সাথে কি কি আনতে হবেঃ

১. জাতীয় পরিচয় পত্র।
২. মোবাইল (সিমসহ চালু থাকতে হবে)
৩. আগে রেজিষ্ট্রেশন করে থাকলে ভ্যাক্সিনের কার্ড।

এই ক্যাম্পেইনে শুধু মাত্র ১ম ডোজ টিকা দেওয়া হবে।

শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম।

কোম্পানীগঞ্জ উপজেলার কোন ইউনিয়নের কোথায় চলবে এই টিকাদান।

১. ইসলামপুর পশ্চিম ইউনিয়ন
ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ।
২. ইসলামপুর পূর্ব ইউনিয়ন
ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদ।
৩. তেলিখাল ইউনিয়ন
দলইরগাঁও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
৪. ইছাকলস ইউনিয়ন
ইছাকলস ইউনিয়ন পরিষদ।
৫. উত্তর রণিখাই ইউনিয়ন
কালাইগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৬. দক্ষিণ রণিখাই ইউনিয়ন
খাগাইল বাজার অস্থায়ী ইউনিয়ন পরিষদ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *