শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শরীফুল আলম।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফী উদ্দিন রেনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল হক, উপজেলা ই-সার্ভিস অফিসার মোঃ নাঈম হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসাইন আরিফ, উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার হাবিবুল্লাহ জাবেদ, এহসানুল মাহবুব প্রমুখ।
এছাড়া আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।