অক্টোবর ১৪, ২০২০
৬:৫৩ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

খবর ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ উপলক্ষে কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদ ও প্রত্যেক পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে কোম্পানীগঞ্জ থানা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ডে কোম্পানীগঞ্জ থানার এসআই অভিজিৎ দাসের পরিচালনায় ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম পিপিএম বলেন, ‘মানুষের নিরাপত্তার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। পূজা উপলক্ষে আমাদের নিরাপত্তার ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হবে, যাতে পূজা মণ্ডপে কেউ কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘পূজা মণ্ডপে আর্থিক অনুদান দেওয়ার জন্য প্রথমত মাননীয় মন্ত্রী ইমরান আহমদ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবছর করোনা মহামারির কারণে আমরা পূজায় উৎসব না করে শুধু পূজা উদযাপন করবো। ভগবান বাঁচিয়ে রাখলে পরবর্তীতে আমরা আনন্দ, উৎসব করতে পারবো।’

সভাপতির বক্তব্যে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই শুনে ও দেখে আসছি যে, ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা যেন শান্তিতে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবো। আপনারাও পূজা উদযাপন করতে গিয়ে কোনো প্রকার মাদক কিংবা বিভিন্ন নেশার আয়োজন করবেন না৷ মাদক কিংবা অন্য কোনো অপরাধের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস, সাবেক সভাপতি নরেশ চন্দ্র দাস, সেক্টর কমান্ডার মতিলাল মোহন্ত, পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাবেক সহসভাপতি ফনিন্দ্র চন্দ্র সরকার, সহসভাপতি বিজয় সিংহ রিংকু, নারদ বিশ্বাস, বিকাশ দাস, মুরব্বি কুমেশ বিশ্বাস, সুশীল বাবু, আরাধন সরকার, সাবেক কোষাধ্যক্ষ গৌরাঙ্গ দে, পদন্য বাবু, পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিজন সরকার, ইছাকলস ইউনিয়ন শাখার সভাপতি অলক দাস, ছাত্র যুব ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপক চন্দ্র দাস, সুকুমার, যুগ্ম সাধারণ সম্পাদক রানু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রঞ্জু দাস, নিকেশ চন্দ্র বিশ্বাস, বিজিত মোহন্ত, দক্ষিণ রণীখাই ছাত্র পারিষদের সভাপতি শাহ আলম স্বাধীন।

আরো উপস্থিত ছিলেন ছনবাড়ী সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি সুজিত দাস, সাধারণ সম্পাদক অমর দাস, বালুচর সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি সুধাংশু রায়, সাধারণ সম্পাদক অমর দাস, সাতহাল সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি মহেষ দেবনাথ, সাধারণ সম্পাদক কর্ণমনি দেবনাথ, জীবনপুর শিবপুর সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি সৈলেন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্র নাথ, শিমুলতলা নোয়াগাঁও সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অনিল বিশ্বাস, সাধারণ সম্পাদক জয় কুমার দাস, বিলাজুর সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি সুনিল বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রবীন্দ্র বিশ্বাস, শিবপুর দক্ষিণ পাড়া সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি প্রভাত বিশ্বাস, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাস, শিবপুর মাঝপাড়া সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি ব্রজেন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক কিতেষ বিশ্বাস, শিবপুর উত্তর পাড়া সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি দিগেন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক নরেশ বিশ্বাস, বিষ্ণুপুর সোনাচাঁন মেম্বারের বাড়ি দূর্গা মন্দিরের সভাপতি তাপস দাস, সাধারণ সম্পাদক আশিষ দাস, কালাইরাগ পশ্চিম পাড়া সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি শংকর মন্ডল, সাধারণ সম্পাদক বিজন সরকার, কালাইরাগ পূর্ব পাড়া সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অজিত কন্ড, সাধারণ সম্পাদক মনই মোড়া, বিজয় পাড়ুয়া সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি করুনা মোহন দে, সাধারণ সম্পাদক গোপেশ চন্দ্র দাস, বিজয় পাড়ুয়া দক্ষিণ পাড়া সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি পরেশ সিংহ, সাধারণ সম্পাদক সুধীর সিংহ, বিজয় পাড়ুয়া জগন্নাথ জিউর আখড়া সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি রমেশ সিংহ, সাধারণ সম্পাদক দীজ কুমার সিংহ, বিজয় পাড়ুয়া বাগানবস্তি সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি বিমল মোড়া, সাধারণ সম্পাদক সুজন গড়, তুরুং সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি মাখন কন্ড জানি, সাধারণ সম্পাদক কিরণ কন্দ জানি, রায়পুর সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি কিতিষ বিশ্বাস, সাধারণ সম্পাদক শিসিন্দ্র বিশ্বাস, দিঘলবাকের পাড় সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি গিরিন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক কল্যাণ বিশ্বাস, বেতমুড়া সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি ব্রজেন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক রাকেশ বিশ্বাস, লামাডিক্সিবাড়ি সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি গিরিন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক নিপেন্দ্র বিশ্বাস, পূর্ণাছগাম পশ্চিম পাড়া সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি রাখাল দাস, সাধারণ সম্পাদক হীরালাল দাস, পূর্ণাছগাম নমশুদ্র সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অধির বিশ্বাস, সাধারণ সম্পাদক কানু বিশ্বাস, পূর্ণাছগাম মাঝপাড়া সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক কৃপাময় দাস, আন্দুরাকান্দি সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি সুনিল দাস, সাধারণ সম্পাদক জগদীস দাস প্রমুখ।

এসময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের দেওয়া আর্থিক অনুদান কোম্পানীগঞ্জের সকল পূজা মণ্ডপের সভাপতির কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *