আগস্ট ২৮, ২০২০
৭:৩১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে সমবেত প্রার্থনা ও গীতা সংকলন কপি বিতরণ

খবর ডেস্কঃ-  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার শ্রী শ্রী দূর্গা মন্দির (৫৪৭৬) দীঘল বাকের পাড় প্রাক- প্রাথমিক শিক্ষা কেন্দ্রে সমবেত প্রার্থনা ও গীতা সংকলন করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) মন্দির কমিটির সভাপতি বাবু গিরীন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও কেন্দ্র শিক্ষক নিকেশ চন্দ্র বিশ্বাস বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে অখিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘করোনা কালীন সময়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একমাত্র বাঁচিয়ে রাখতে পারেন। ধর্মীয় আচার অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য সবাইকে তিনি অনুরোধ জানান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কে ধন্যবাদ জানিয়ে বলেন, মন্দির ভিত্তিক স্কুল গুলো আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে অগ্রণী ভুমিকা পালন করছে’।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি নরেশ চন্দ্র দাস, মুক্তিযুদ্ধ চলাকানীন কোম্পানীগঞ্জ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিলাল মোহন্ত, মন্দির কমিটির সাধারণ সম্পাদক কল্যান বিশ্বাস প্রমূখ।

সমবেত প্রার্থনা পাঠ করেন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের গীতা সংকলনের কপি সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে তুলে দেন কেন্দ্র শিক্ষক নিকেশ চন্দ্র বিশ্বাস বিপ্লব।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *