খবর ডেস্ক
জুলাই ২৮, ২০২১
৫:৪০ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের জরিমানা

কোম্পানীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের জরিমানা

দেশে চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যের নেতৃত্বে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা পরিষদ এলাকা, টুকের বাজার ও ভোলাগঞ্জ এলাকায় চলা এ অভিযানে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭টি মামলায় সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান
এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল এবং বিজিবি ও পুলিশ সদস্যরা।

উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, দেশে দিন দিন করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমাদের কোম্পানীগঞ্জেও প্রতিদিন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এজন্য আমাদের সবার নিজের সুস্থতার জন্য হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। যারা স্বাস্থ্যবিধি অমান্য করবে, তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *