সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ থানার দলইরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম মো. মাসুক মিয়া (৩৭)। সে নগরীর জালালাবাদ থানার কালিরগাঁও গ্রামের ইসাক আলীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ভারতীয় ১৮৪ বোতল ফেন্সিডিল, মোবাইল ফোন, নগদ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার জব্দকৃত আলামত সহ আটককৃত মাসুককে মাদক মামলায় জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।