আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টায় উপজেলার টুকের গাঁও থেকে বাবুল মিয়া (৩৫) নামের ঐ মাদক ব্যবসায়ীকে তার বাড়ির সামন থেকে ২’শ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী টুকের গাঁও গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। কোম্পানীগঞ্জ থানার এস.আই. তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল জানান, গ্রেফতার বাবুল মিয়া দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা আছে। মাদকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্সে আছে। কোম্পানীগঞ্জ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।