জুলাই ২৩, ২০২১
৭:১৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ২১’শ পরিবারে ইসলামিক রিলিফ বাংলাদেশের মাংস বিতরণ

কোম্পানীগঞ্জে ২১’শ পরিবারে ইসলামিক রিলিফ বাংলাদেশের মাংস বিতরণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২১ শত দরিদ্র পরিবারকে ঈদুল আযহা উপলক্ষে গরুর মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। ঈদের দিন ও এর পর দিন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর মাল্টি-সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমএসডিপি) এর আওতায় জেসিসের মাধ্যমে উপজেলার ইসলামপুর পশ্চিম, উত্তর রণিখাই ও দক্ষিণ রণিখাই ইউনিয়নের ২১শত পরিবারের মাঝে ৬০ টি গরু কুরবানী করে জনপ্রতি ২ কেজি করে মাংস বিতরণ করা হয়। প্রতিটি ইউনিয়নে ২০ টি করে গরু ৭ শত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

ঈদের দিন বুধবার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এদিন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩টি স্থানে ২০টি গরু কুরবানী করে ৭ শত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

ইসলামিক রিলিফ ওয়ার্লওয়াইড বেসরকারি ত্রাণ ও উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক ভাবে কাজ করে যাচ্ছে। ১৯৯১ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে ইসলামিক রিলিফ বাংলাদেশ নামে এটি নিবন্ধিত রয়েছে।

কুরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, জনাব ইমরান আহমদ এমপি’র প্রচেষ্টায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর মাল্টি-সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমএসডিপি) এর আওতায় জেসিসের মাধ্যমে কুরবানী প্রোগ্রাম ২০২১ নামক কর্মসূচি কোম্পানীগঞ্জ উপজেলায় বাস্তবায়ন হওয়ায় আমরা আন্তরিকভাবে আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে ইসলামি রিলিফ বাংলাদেশকেও ধন্যবাদ করোনাকালীন এই সময়ে অতি দরিদ্র পরিবার, অসহায় প্রতিবন্ধী দেরকে ঈদের সময় মাংস দিয়ে সহযোগিতা করার জন্য। আমি আশাকরি ভবিষ্যতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ইসলামিক রিলিফ বাংলাদেশ এগিয়ে আসবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর ছিন্নমূল সংস্থা (জেসিস) এর এফএম শাহমুদ জাহান, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা তাহমিন আজিজ, মেম্বার মুসা মিয়া, সুন্দর আলী, বিল্লাল মিয়া, শেখ ফরিদ উদ্দিন, কামরুল ইসলাম, রহিমা বেগম ও নুরুন্নাহার প্রমুখ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *